চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার লাগোয়া নিকটবর্তী এলাকা লামা উপজেলার আজিজ নগর ও চকরিয়ার হারবাং ইউনিয়ন যেন নেশার ইউনিয়ন পরিণত হচ্ছে দিন দিন। হাত বাড়ালে মিলছে গাঁজা, ফেন্সিডিল, হেরোইনসহ বাংলা মদ ।
হাতের নাগালে পেয়ে যুব সমাজ ধাবিত হচ্ছে ধবংসের ধারপান্তে। মাদক সেবন করতে গিয়ে অনেক কিশোর, তরুণ জড়িয়ে পড়েছে বিভিন্ন অপরাধে। হারবাং-আজিজনগর একই সীমা রেখায় অবস্থিত হওয়ায় আজিজনগর মগপাড়া তৈরি বাংলা মদের ডিফো থেকে মাদক স¤্রাট তোফাইল আহমদ সড়ক পথে লোহাগাড়া,সাতকানিয়া,পটিয়া, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, কর্ণফুলী, বাঁশখালী আনোয়ারাসহ চট্টগ্রাম মহানগরের মাদকের বিভিন্ন আখঁড়ায় পাচার করছে বলে অভিযোগ উঠেছে। মাঝে মধ্যে মাদকের চালান পুলিশের হাতে মাঝ পথে আটক হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, কয়েকবার হাতেনাতে মাদকের গডফাদার অর্ধ শতাধিক মাদক ও বন মামলার আসামী উত্তর হারবাং কলাতলী পাহাড়ী গ্রামের আহমদ কবিরের পুত্র মাদক ব্যবসায়ী তোফাইল আহমদ মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাভোগের পর জামিনে আসলে ফের নির্ভয়ে প্রকাশ্য মাদকদ্রব্য বেচাকেনা করছে অবাধে।
মদের ডিপো খ্যাত আজিজ নগর মগপাড়া থেকে প্রতিদিন বিপুল বাংলা মদ তোফাইলের মাধ্যমে দিব্য পাচার কাজ অব্যাহত রেখেছে। যার কারনে তোফাইল মাসে কোটি টাকার বানিজ্য করছে এসব মাদকের চালান থেকে। আজিজনগর থেকে দীর্ঘদিন ধরে তোফাইলের মাধ্যমে মাদক ব্যবসা অব্যাহত থাকায় এলাকায় নিত্যদিন বেড়ে চলছে নানা অপরাধ প্রবণতা। এ ঘটনায় স্থানিয় জনঘণ ও জনপ্রতিনিধিরা উদ্ধিগ্ন হয়ে পড়েছে।
মাদকের গডফাদার তোফাইল আহমদ হারবাং-আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসিকে ম্যানেজ করে মাসে মাসোহারা দিয়ে মুলত দুই ইউনিয়নে আশংস্কাজনক হারে বেড়ে চলছে চোলাই মদের রমরমা ব্যবসা।
একটি সূত্র জানিয়েছে,- হারবাং-আজিজ নগর পুলিশ ফাঁড়ির টু- আইসি ইউনিয়নের মাদক ব্যবসার হাট স্থাপনের সুযোগ দিয়ে ফাঁড়ির ক্যাশিয়ারের মাধ্যমে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে লাখ-লাখ টাকা।
গত শনিবার আজিজ নগর হেডম্যান পাড়াতে বান্দারবান জেলার এক্সিকিউটির ম্যাজিষ্ট্রেট ইফতেখারুল ইসলামের নেতৃত্বে কক্সবাজার র্যাব-৭ এর মেজর তারেক ও লে: আশিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ৫ ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার মাদকসহ একজন আটক হলে ও মাদকের গডফাদার তোফাইল আহমদ র্যাবের অভিযানের খবর পেয়ে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় বলে সচেতন লোকজন জানান।
তাই যেকোন মূল্যে হারবাং ইউনিয়নের কলাতলী ৯নং ওয়ার্ডের মাদকের গডফাদার বহু অপকর্মের হোতা তোফাইলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। র্যাবের অভিযানে তোফাইল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলে হারবাং-আজিজনগর এলাকার মাদকের হাঠ বন্ধ হবে বলে মনে করেন উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ।
সম্প্রতি দফায় দফায় র্যাব অভিযান চালিয়ে আজিজ নগর মাদকের আখড়া থেকে কোটি কোটি টাকার মাদক দ্রব্য জব্দ করলে মাদকের হাট বন্ধ করতে পারেনি তবে মাদক মুল গডফাদার তোফাইল আহমদকে গ্রেফতার হলে মাদক ব্যবসা চিরতরে বন্ধ হবে বলে সচেতন লোকজন জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের একজন কর্মকর্তা জানান, মাদকের গডফাদারদের গ্রেফতার করতে র্যাব সম্প্রতি হারবাং-আজিজনগর সাঁড়াশি অভিযান চালাবে।
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান আমাদের রামু কে বলেন, মাদক ব্যবসার ব্যাপারে কোন ছাড় নেই তবে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাবে।