লাইফস্টাইল ডেস্ক:
সন্তান সম্পর্কে কি নালিশ আসছে? দমিয়ে রাখছে অন্য শিশুদের। তাকে সামলানোর রয়েছে উপায়।
স্কুলে, খেলার মাঠে, শিশুর বন্ধুমহলে প্রায়ই কিছু প্রভাবশালী শিশু দেখা যায়, যে অন্য শিশুদের দমিয়ে রাখে। এসব সন্তানের অভিভাবকরা বিষয়টা অনেক সময় পুরোপুরি অস্বীকার করেন।
তবে সমস্যা যখন আছে, আছে সমাধানও। সন্তান লালনপালনবিষয়ক এক ওয়েবসাইট জানিয়েছে উপায়।
কী হয়েছে, কেনো হয়েছে: সন্তানের সঙ্গে কথা বলে এমন আচরণের সুত্র খুঁজে বের করতে হবে। অনেক সময় নিজস্ব নিরপত্তাহীনতা থেকে উগ্র মানসিকতা তৈরি হয়। শিশুদের মধ্যে বড়দের মতো আচরণ করার ঘটনাও দেখা যায়। সন্তানের মনের খবর জানতে পারাটা সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিণতির জন্য প্রস্তুতি: সন্তানকে বোঝাতে হবে তাদের আচরণের রয়েছে গুরুতর পরিণতি, যা থেকে রক্ষা পাওয়া অসম্ভব। উগ্র আচরণ যে খারাপ, সন্তানকে তা শেখাতে পারলে শিশুরাও নিজেদের ভুল বুঝতে পারবে।
সন্তান সম্পর্কে জানুন: সন্তানের মানসিক অবস্থা বুঝতে তার সামাজিক জীবন সম্পর্কে জানতে হবে। ফলে সন্তানকে কীভাবে সাহায্য করবেন সেটাও বুঝতে পারবেন।
ভালো কাজে উৎসাহ দেওয়া: সন্তান দয়ালু, ধৈর্যশীলতা এবং বিবেকবান আচরণ করলে তার জন্য তাকে পুরষ্কৃত করা উচিত। এতে সন্তান ভালো ব্যবহারে উৎসাহ পাবে।
উৎস: বিডিনিউজ।
ছবি: রয়টার্স।