চকরিয়া নিজস্ব প্রতিনিধি
আমাদের রামু ডটকম:
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজার থেকে গত রোববার রাত ১১ টার দিকে চিহ্নিত বনদস্যু রবি আলমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবি আলম খুটাখালী ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকার আলতাছ মিয়ার ছেলে।
বনবিভাগের কর্মকর্তারা বলেন, রবি আলমের নেতৃত্বে একটি চক্র পাহাড়ে রাজত্ব করছে। ওই চক্রটি সংরক্ষিত বনের গর্জন ও সামাজিক বনায়নের একাশিয়া গাছ কেটে বন নিধন করছিল। রবির বিরুদ্ধে মামলা দেওয়া হলেও তাকে ধরা যাচ্ছিল না।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, রবি আলম ১০ টি বন মামলার পলাতক আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। এসআই আলমগীর আরও বলেন, গতকাল সোমবার দুপুরে তাকে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধমে জেলহাজতে পাঠানো হয়েছে।