চকরিয়া নিজস্ব প্রতিনিধি
আমাদের রামু ডটকম:
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর চর থেকে বালু উত্তোলনের সময় একটি খননযন্ত্র (স্কেভেটর) ও ১৩ টি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। তবে এসময় কোনো ট্রাক ও খননযন্ত্রের চালককে ধরা যায়নি।
গত ২৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে পৌরসভার মাতামুহুরী সেতু সংলগ্ন এলাকায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
স্থানীয় লোকজন বলেন, কতিপয় ব্যক্তি মাতামুহুরীর জেগে উঠে চর, একসময় তাঁদের খতিয়ানভুক্ত জমি ছিল দাবি করে দীর্ঘদিন ধরে স্কেভেটর দিয়ে বালু তুলে ট্রাকে ভরে বিক্রি করে আসছেন। প্রশাসন অনেকবার অভিযান চালালেও তাঁরা জরিমানা দিয়ে ট্রাক ছাড়িয়ে নিয়ে আসেন। এরপর আবারও বালু তুলেন। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে বর্ষায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। এতে বসতঘরহারা হয় মানুষ, ভোগান্তি পোহাতে হয় তাঁদের। বালু তুলতে নিষেধ করলে উত্তোলনকারীরা উপজেলা প্রশাসন ও ভুমি অফিসকে ম্যানেজ করেছেন বলে প্রচারণা চালায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর তিনি অভিযান চালান।
ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, সরকার মাতামুহুরীর চর কাউকে লীজ দেয়নি। তারপরও প্রশাসনের দোহাই দিয়ে প্রকাশ্যে বালু তুলে যাচ্ছে একশ্রেনির মানুষ-এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।
অভিযানে ১৩টি ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। ট্রাক ও স্কেভেটরের মালিককে খবর দেওয়া হয়েছে, তাঁরা এলে জরিমানা করা হবে।