নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
চকরিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় ৩টি মুদির, ২টি ঔষুধের, ১টি মোবাইলের, ১টি কসমেটিকস ও ১টি চায়ের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
১ মার্চ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া ফার্মেসীর মালিক মইনুদ্দিন জানান, আগুনে পুড়ে আমার ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি ব্যবসা চালিয়ে আসছি। আগুনে দোকান পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব।
প্রত্যক্ষদর্শী বিএমচর ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে কসমেটিক দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ৮টি দোকান পুড়ে যায়। এসময় অগ্নিকান্ডের শিকার দোকানটির সাথে লাগোয়াে আরো তিনটি বাড়ীও আংশিক পুড়ে ক্ষতি হয়।
ফায়ার ও সিভিল ডিফেন্স, চকরিয়ার ষ্টেশন অফিসার জিএম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ৮টি দোকান পুড়ে গেছে।
এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।