হাফিজুল ইসলাম চৌধুরী, নিজস্ব প্রতিবেদক
আমাদের রামু ডটকম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে তারেক রহমান পুনরায় সভাপতি ও ফখরুল ইসলাম কালু মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মাষ্টার ক্যউচিং চাক ও সদস্য সচিব ইমরান মেম্বার সকলের সর্বসম্মতি ক্রমে গত ১ মার্চ দলিয় কার্যালয়ে ৬৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি অনুমোদন দেন।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ক্রাহ্লাঅং মার্মা, সহ-সভাপতি থোয়াইঅংপ্রু চাক, রবিসন বড়ুয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহ আলম, থোয়াইচিংহ্লা চাক স্বপন, সাংগঠনিক সম্পাদক ক্যলিমং মার্মা, ফরিদুল আলম প্রমূখ।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাষ্টার ক্যউচিং চাক এসবের সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকেই তারেক রহমান ও ফখরুল ইসলাম কালু মেম্বার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
তৃণমূল নেতাকর্মীরা তাদেরকে পুনরায় নির্বাচিত করেছেন বলে জানা গেছে।