হাফিজুল ইসলাম চৌধুরী, নিজস্ব প্রতিবেদক
আমাদের রামু ডটকম :
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভিকাটা গ্রামে শশুরের সাথে অভিমানবশত বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন রকিম উল্লাহ নামের এক ব্যাক্তি।
বৃহস্পতিবার ৩ মার্চ সকালে এ ঘটনা ঘটে। রকিম উল্লাহ কক্সবাজার সদরের পিএমখালী এলাকার ঘোনারপাড়ার মোস্তাক আহমদের ছেলে।
সূত্র জানিয়েছে, মাস তিনেক পূর্বে কচ্ছপিয়া ইউনিয়নের মোস্তাক আহমদের মেয়ে এক সন্তানের জননী জানু আক্তারকে বিয়ে করেন রকিম উল্লাহ (২৪)। গত সপ্তাহে জানু আক্তার স্বামীকে নিয়ে পিতার বাড়িতে বেড়াতে যান। ক‘দিন ধরে পাওনা আসবাবপত্র চাইতে গিয়ে জানুর সঙ্গে পিতা মোস্তাক আহমদের বাকবিতন্ডা হচ্ছে!
এ নিয়ে বৃহস্পিতবার সকালে রকিম উল্লাহর সঙ্গে একই ধরণের বাকবিতন্ডা হলে শশুরের সাথে অভিমান করে তিনি বিষপান করেন।
এসময় ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। তবে বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে রকিম উল্লাহর শশুর জানান, এই বিষয়ে স্থানীয়ভাবে বৈঠক হয়েছিল। ওই বৈঠকে তার দাবিকৃত কিছু ব্যবহার্য জিনিসপত্র কিনে দেওয়ার সিদ্ধান্ত হয়। এসব আমি আজকে কিনে দেয়ার কথা ছিল। কিন্তু আমি ঘরের বাইরে থাকাকালীন রকিম উল্লাহ বিষপান করে।খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।
জানতে চাইলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এএসআই পলাশ চন্দ্র সিংহ বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।