নিজস্ব প্রতিবেদক, উখিয়া।
উখিয়ায় চাঁদার টাকা না দেয়ায় বসত বাড়ী দখলের অপচেষ্টা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ফলজ, বনজ গাছের চারা সহ উৎপাটন করেছে সবজি ক্ষেত।
গত ১ মার্চ মঙ্গলবার মধ্য রাতে পালংখালী ইউনিয়নের মোছারখোলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, স্থানীয় ৪০ সদস্যের একদল দুর্বৃত্ত বনভূমির জায়গা দখল করে মোটা অংকের টাকায় হস্তান্তর করে আসছিল দীর্ঘ দিন থেকে।
ক্ষতিগ্রস্থ হত দরিদ্র কৃষক মৃত আবদুল জলিলের ছেলে সোনা মিয়া (৫৫) জানায়, নিজস্ব কোন জমি জমা না থাকায় ২০ বছর আগে পালংখালীর রশিদ আহমদের নিকট থেকে বনভূমির দখল ক্রয় করে ৯ মেয়ে, ৩ ছেলে ও স্ত্রী পরিজন নিয়ে বসবাস করে আসছে।
সে জানায়, ৮০ হাজার টাকা চাঁদা না দেয়ায় ছলিম উল্লাহ প্রকাশ- ইয়াবা বদিয়া, শাহাদত হোসেন, ফোরকান মিয়া, খালং চাকমা, চৈমং চাকমা সহ ৪০ সদস্যের একদল দুর্বৃত্ত গভীর রাতে তার বসত বাড়ি ভাংচুর করে গাছপালা, সবজি ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে।
সে আরো জানায়, ইতিপূর্বে দুর্বৃত্তরা খেলার মাঠের নাম ভাঙ্গিয়ে বসত ভিটা দখলের অপচেষ্টা চালালে কক্সবাজার আদালতে ও উখিয়া থানায় ওই দুর্বৃত্তদের আসামী করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতের লৌমহর্ষক ঘটনা নিয়ে সোনা মিয়ার মেয়ে জাহানারা বেগম আরো একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে সোনা মিয়া জানিয়েছেন।