শহীদুল ইসলাম, উখিয়া।
উখিয়ায় তুচ্ছ ফুটবল খেলাকে কেন্দ্র করে বখাটের হামলায় মা-ছেলেসহ ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২ মার্চ বুধবার বিকাল ৫টায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল পল্লান পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড়বিল গ্রামের আব্দু রহিমের ছেলে আরমান (৮) গত বুধবার সকালে বাড়ীর পার্শ্বের মাঠে ফুটবল খেলা করছিল। এসময় একই এলাকার মৃত আকতার কামালের ছেলে বখাটে প্রকৃতির জাকারিয়া বাবর আরমানকে মারধর করেন। ছেলে আরমানকে রক্ষা করতে তার মা নূর নাহার বেগম বাধাঁ প্রদান করলে জাকারিয়া বাবর তাকেও মারধর করেন।
আরমানের মায়ের শোর-চিৎকার দিলে বড় ভাই বোরহান উদ্ধার করতে গিয়ে জাকারিয়া বাবর, রোকেয়া বেগম, রিনা আকতার, ইমাম শরীফ ও তার ছেলে মোহাম্মদ আলমসহ ৫/৬ জন হাঙ্গামাকারী মারধর করে তাকেও আহত করে। বর্তমানে তারা উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় নুর নাহার বাদী হয়ে ৩ জনকে আসামী করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ আমলে নিয়ে থানা পুলিশের এস আই আব্দুর রহিম ৩ মার্চ বৃহস্পতিবার ঘটনাস্থল তদন্ত ও পরিদর্শন করেন এবং জাকারিয়া বাবরকে আটকের জন্য অভিযান চালান।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকারিয়া বাবর পালিয়ে যান।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
উল্লেখ্য, বসতভিটার সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে ইতিপূর্বে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং একাধিকবার শালিশী বৈঠকও হয়।