নিজস্ব প্রতিবেদক, চকরিয়া।
কক্সবাজারের চকরিয়ায় ‘মুছা কাক্কার দা বাহিনী’ এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে মোরশেদ আলী(৩০) নামের এক ব্যক্তিকে।
নিহত মোরশেদ বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ চান্দের বাপের পাড়ার আলী হোসেনের ছেলে।
৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বন বিভাগের নিয়ন্ত্রনাধীন সামাজিক বনায়নের জমির বিরোধ নিয়ে এ খুনের ঘটনা ঘটে।
মোরশেদের বড় ভাই রোকন-উজ-জামান বলেন, মাগরিবের পর হঠাৎ ১৫-২০জন যুবক আমার বাড়ীতে হামলা করে। সবাই ছিল সশস্ত্র। আমাদের কোনঠাসা করে ছোট ভাই মোরশেদকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। মোরশেদ মাটিতে লুটে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
এসময় মুমুর্ষ মোরশেদকে চকরিয়া পৌর সদরের ইউনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এলাকার লোকজন জানায়, বরইতলীর পাহাড়ি গ্রামে মুছা কাক্কার নেতৃত্বে গড়ে উঠা দা বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। বন বিভাগের সামাজিক বনায়নের জমি দখল নিয়ে বাইরের লোকজনের পাশাপাশি নিজ দলের সদস্যদের সাথেও দ্বন্দ্ব-কলহ চলে আসছিল। তারই জের ধরে খুনের ঘটনা ঘটেছে।
চকরিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মহির উদ্দিন খান বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করতে গিয়ে শরীরের অন্তত ১২টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পরিবারের সদস্যদের মৌখিক বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। হত্যায় সংশ্লিষ্টদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।