হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কৃতি ফুটবলার, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার ৪ মার্চ বিকাল সাড়ে ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজারে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কণ্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মো. জসিম উদ্দিন ছাত্রজীবনে খেলাধুলার পাশাপাশি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। এর পর বিভিন্ন দায়িত্ব পালন করে যোগ্যতা ও দক্ষতার সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এদিকে কৃতি ফুটবলার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ক্যউচিং চাক, সদস্য সচিব ইমরান মেম্বার, যুগ্ন-আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী,
উপজেলা ছাত্রলীগের সভাপতি চোচুমং মার্মা, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি মোঃ ইফসান খাঁন ইমন, সাধারণ সম্পাদক শামীম ইকবাল চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
শুক্রবার রাত ১০টায় নাইক্ষ্যংছড়ি ঈদগাঁও ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।