রুকেন বড়ুয়া, বান্দরবান :
বান্দরবান সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মশাল প্রজ্জ্বলন, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বণিক ৪দিন ব্যাপি বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা-২০১৭ এর উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সঞ্জীব কুমার চৌধুরী, গনিত বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার দে, সুজন কান্তি বড়ুয়া, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তুয়ারেক সহ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
কলেজের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বণিক বলেন, লেখা-পড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অবশ্যই খেলাধুলা করা প্রয়োজন, কেননা খেলাধুলা করলে শরীর,মন ও স্বাস্থ্য ভালো থাকে এবং লেখাপড়ায় মনোযোগী হওয়া যায়। তবে খেলাধুলা এমনভাবে করা উচিৎ নয় যাতে লেখাপড়ার ক্ষতি হয়।
বান্দরবান সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক ওয়েচিং মার্মা বলেন, প্রতিবছর ৫টি ইভেন্টে প্রতিযোগিতা হলেও এবছর নতুন একটি ইভেন্ট ক্রিকেট খেলা যুক্ত করা হয়েছে। প্রত্যেকটি বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উক্ত খেলায় অংশগ্রহন করতে পারবে।