শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেন জামায়াত হরতাল দিয়ে উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে পারবে না। শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তির দিকে দেশ এগিয়ে যাচ্ছে।
৯ মার্চ বুধবার দুপুরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া-চাকবৈঠা এইচবিবি সড়ক উন্নয়নের ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সহকারি প্রকৌশলী সোহরাব হোসেন, আওয়ামীলীগ নেতা নুরুল হুদা, ঠিকাদার খাইরুল আলম চৌধুরী, এম.এ. মোকতার, উখিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, ওলামালীগের সভাপতি সোহেল, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, সাংবাদিক শহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল আলম ফকির, সাবেক ইউ,পি, সদস্য আলী আহমদ ও শামশুল আলম হেডম্যান।
পরে সংসদ সদস্য ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বনভোজনের জন্য ১ লক্ষ টাকা অনুদানের আশ্বস্থ করেন।
এর আগে হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় একই ধরনের একটি সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
তিনটি প্যাকেজের ব্যয় বরাদ্ধ ধরা হয়েছে ১ কোটি ১৬ লক্ষ টাকা।
স্থানীয় এলাকাবাসী চাকবৈঠা-করইবনিয়া সড়কের ৩ কিঃ মিঃ পর্যন্ত কার্পেটিং এর দাবি জানান।