আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফউপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকায় র্যাব অভিযান চালিয়ে আটটি দেশীয় তৈরী অস্ত্র ,১১রাউন্ড গুলি সহ এক ডাকাতকে আটক করেছে। বুধবার ভোর ৫টারদিকে এ অভিযান চালানো হয় ।
র্যাব-৭ কোম্পানী কমান্ডার রহুল আমিন বলেন- গোপন সংবাদের ভিওিতে বাহারছড়া উনিয়নের শাপলাপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে নুরুল আলমের (৩৪) এ্র বাড়িতে অভিযান চালাই । পুলিশের তালিকাভুক্ত ডাকাত নুরুল আলমকে আটক করি । ধৃত ব্যাক্তির তথ্য মতে এ্সব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃতঅস্ত্র সমূহ ০৩টি একনলা বন্দুক, ০৩টিএলজি, ০১টিওয়ান শুটার গান, ০১টি দেশীয় তৈরী বন্দুক । ১১রাউন্ড গুলি । ধৃত ব্যাক্তির বিরুদ্ধে ডাকাতি ও বিদেশী নারী ধর্ষণসহ ০৫টি মামলা রয়েছে।