আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজার উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪বোতল বিদেশী মদ একজনকে আটক করেছে ।আটককৃত যুবককে বিরুধে মামলা র্পূবক কক্সবাজার জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয় । উদ্ধারকৃত মদের মূল্যে ২৪হাজার টাকা বলে পুলিশ জানিয়েছেন।
উখিয়া থানার উপ-পরিদর্শক প্রিয়তোষ বড়ুয়া সহ একদল পুলিশ মঙ্গলবার রাতে রাজাপালং ইউনিয়নের টাইংপালং এলাকায় অভিযান চালিয়ে ২৪বোতল মদ সহ এনামুল কবির(২৩) কে আটক করে থানায় নিয়ে আসে। রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে ।