এম.এ আজিজ রাসেল:
২৫ মার্চ গণহত্যার দিনে বিএসবি স্বাধীনতা কনসার্টের নামে তামাশা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। ২২ মার্চ দুপুরে সুশীল সমাজের দাবির প্রেক্ষিতে এই কনসার্ট না করার জন্য নির্দেশ দেয়া হয়। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
জানা যায়, বিএসবি ও ক্যামব্রিয়ান কলেজের যৌথ উদ্যোগে আগামী ২৫ মার্চ শহীদ দৌলত ময়দানে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয়। গত এক সপ্তাহ ধরে বেশ ফলাও ভাবে কনসার্টের প্রচার করা হচ্ছে। এদিকে সরকার ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘেও দিবসটি পালনে প্রস্তাব রাখা হয়েছে। সারাদেশে একযোগে দিবসটি এ বছরই প্রথম বারের মতো পালন করা হবে। কিন্তু এমন দিনে বিএসবি-ক্যামব্রিয়ান ফাউন্ডেশনের কনসার্ট সবাইকে হতবাক করেছে। মূলত ক্যামব্রিয়ান কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তি করার লক্ষ্য নিয়ে ওই কনসার্টের আয়োজন করা হয়েছিল। তবে গণহত্যার দিনে কনসার্ট স্থগিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান পৌর আওয়ামী লীগসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। দাবির প্রেক্ষিতে ওইদিন কনসার্ট বন্ধ করে দেয়া হয়। প্রশাসনের এ উদ্যোগ সর্ব মহলে প্রশংসা কুঁড়িয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আবদুল রহমান জানান, তাদেরকে ওইদিন কনসার্ট করার অনুমতি দেয়া হয়নি। অন্যদিন করলেও ২৫ মার্চ কনসার্ট করা যাবে না।