প্রেস বিজ্ঞপ্তি:
‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে’ এ প্রতিপাদ্যে রামুতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের উদ্যোগে পোষ্টার, ফেষ্টুন ও বাদ্য-বাজনা নিয়ে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মন্নান। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম রাসেল, ডা. সাইদুল মোস্তাকিম, স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, দর্পণ বড়ুয়া, ফার্মাসিষ্ট সমর শর্মা, স্বাস্থ্য সহকারী এনামুল হক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ব্যবস্থাপক মোঃ রাফুল আমিন, কর্মসূচী সংগঠক যথাক্রমে মোহাং জাহাংগীর আলম, মোহাং আমিনুর রহমান, শ্রীমতি বৈশাখী সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম তখনই সফলতা লাভ করবে, যখন সবার ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি হবে। র্যালি ও আলোচনা সভায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সকল স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ও ব্র্যাক কর্মীগন উপস্থিত ছিলেন।