রামু প্রতিনিধি:
চাকমারকুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ জেলার আকর্ষণীয় পর্যটন স্পট বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে এ শিক্ষা সফর সম্পন্ন হয়।
শিক্ষা সফরে অতিথি হিসেবে বিদ্যালয়ের উপদেষ্টাদের মধ্যে অংশ নেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতব্বর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ি গিয়াস উদ্দিন কোম্পানী, নুরুল হক কোম্পানী, চাকমারকুল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফয়সাল কাদের, ডা. ছিদ্দিক আহমদ, ব্যবসায়ি আনোয়ার হোসেন ও আমানত উল্লাহ।
এছাড়া শিক্ষা সফরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক আজিজুল হক, মোহাম্মদ আলমগীর, আবুল কালাম, আবদুল্লাহ আল মাসুম, আজিজুল হক (২), নুসরাত জাহান রিটা, সুপ্তা শর্মা, রিয়াজ উদ্দিন সহ বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্রছাত্রীরা অংশ নেন।