রামু প্রতিনিধি:
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী খিজারীয়ান ৮৬’র সদস্য ড. নুরুল আবছার খান চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৩ মার্চ রোববার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রগতিশীল শিক্ষক ফোরাম থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রফেসর ড. নুরুল আবছার খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ি রোববার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সময়ে আওয়ামীলীগ সমর্থিত শিক্ষক ফোরামের প্যানেল ছাড়া অন্য কোন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ মাহবুবুর রহমান শিক্ষক সমিতি নির্বাচনে কক্সবাজারের সন্তান ড. নুরুল আবছার খান সহ প্যানেলের সবাইকে বিজয়ী ঘোষনা করেন।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এগার সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ সভাপতি (পদাধিকারে), অধ্যাপক গৌতম কুমার দেবনাথ সহ-সভাপতি, ড. নুরুল আবছার খান সাধারণ সম্পাদক, ড. মো. মনিরুল ইসলাম যুগ্ম সম্পাদক, ডা. ওমর ফারুক মিয়াজী কোষাধ্যক্ষ ও অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান, ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ড. আজিজুন্নেছা, রাশিদা পারভিন, মোহাম্মদ ফাহাদ বিন কাদের, শেখ ইসতিয়াক আহমদ সদস্য নির্বাচিত হয়েছেন।
খিজারীয়ান ৮৬’র বন্ধু প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানীয়া পাড়া গ্রামের মরহুম মো. শহীদ উল্লাহ খানের ছেলে।
শিক্ষক সমিতির নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান সহ নবনির্বাচিত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খিজারীয়ান ৮৬’র নেতৃবৃন্দ।
খিজারীয়ান ৮৬’র সদস্য চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, খিজারীয়ান ৮৬’র নেতৃবৃন্ধ।
ড. নুরুল আবছার খানের সফলতা কামনা করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান, খিজারীয়ান ৮৬’র বন্ধু কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, লোহাগাড়া আলহাজ¦ মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ ইকবাল, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আকতার কামাল, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খিজারীয়ান ৮৬’র সভাপতি খালেদ শহীদ, সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রূপন শর্মা, খিজারীয়ান ৮৬’র বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক সিকদার, রাজনীতিক ও সমাজকর্মী জহির উদ্দিন কাজল, ক্রীড়া সংগঠক প্রবাল বড়ুয়া নিশান, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম, কক্সবাজার জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতি খালেদ নেওয়াজ আবু, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ক্যাশিয়ার বিপন বড়ুয়া, রাজারকুল ইউনিয়ন পরিষদ সদস্য স্বপন বড়ুয়া ও মো. সাহাব উদ্দিন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারন সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ, প্রভাত কুমার শর্মা, ব্র্যাক কর্মকর্তা তরুন বড়ুয়া, বৃক্ষ গবেষক কিশোর কুমার বৈদ্য ময়না, ব্যবসায়ী ফজলুল করিম, শফিউল আমিন, মো. শফি উল্লাহ, হাছান আজীজ ও মুবিনুল হক প্রমুখ।