আমাদের রামু প্রতিবেদক:
শতবর্ষ প্রাচীন বিদ্যাপীঠ রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘খিজারীয়ান ৮৬’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে ‘খিজারীয়ান ৮৬’র নেতৃবৃন্দরা রামু উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে শহীদ মিনারে পুষ্প শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন, খিজারীয়ান ৮৬’র সভাপতি সাংবাদিক খালেদ শহীদ, সাধারণ সম্পাদক শিক্ষক স্বপন বড়ুয়া, প্রচার সম্পাদক কিশোর কুমার বৈদ্য ময়না, সদস্য বিপন বড়ুয়া প্রমুখ।
খিজারীয়ান ৮৬’র নেতৃবৃন্দরা ২৬ মার্চ রোববার রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেয়।
উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, খিজারীয়ান ৮৬’র নির্বাহী সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন।
রামু জারাইলতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে খিজারীয়ান ৮৬’র অর্থ সম্পাদক কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক বিশেষ অতিথি’র বক্তৃতা করেন। রামু জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজারীয়ান ৮৬’র শিক্ষা সম্পাদক আজিজুল হক সিকদার।