অরুপম বড়ুয়া :
বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭।
দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার ভোর বেলায় উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু।
এরপর পর্যায়ক্রমে লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের নের্তৃবৃন্দ, লামা উপজেলা স্বাস্থ্য ও পঃ পপঃ কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই, লামা থানা, আনসার ভিডিপি, লামা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সর্বশেষ সকাল সাড়ে ৭টায় উপজেলা বিএনপির পক্ষ থেকে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয়পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণী অনুষ্ঠানে সালাম ও অভিবাদন গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এবং শেষে ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা পরিবার ও সন্তানদের সংবর্ধনা ও আলোচনা লামা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়। অনুষ্ঠানের তৃতীয় পর্বে সন্ধ্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।