মো.নাজমুল হুদা, বমুবিলছড়ি :
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন বমুবিলছড়ি ইউনিয়নের সচেতন যুব সমাজের উদ্যোগে “মাটিয়াতলী পাহাড় একতা যুব সংগঠন” নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
আজ শুক্রবার (৩১মার্চ) বিকাল ৩ঘটিকার সময় বমুবিলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সংগঠনটির আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুর রহমান শফি, ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনছুর উদ্দীন, ইউনিয়ন জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মো. জাফর আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কপিল উদ্দীন, সুচিন্তা ফাউন্ডেশন আহ্বায়ক রূপন বড়ুয়া, যুবলীগ নেতা বাহার উদ্দীন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হুদা, জয়নাল আবেদীন, মো.শামীম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই সংগঠনটি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে সহায়তা করবে। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সরোয়ার উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, সহ-সভাপতি মো. শাহজাহান সহ ৪০জন তরুণ নিয়ে প্রাথমিকভাবে আত্নপ্রকাশ হলো।