খালেদ শহীদ:
রামুতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার (১ এপ্রিল) সকালে রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের কৃমি নাশক ঔষধ খাওয়ানোর মাধ্যমে রামুতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মন্নান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াজ উল আলম বলেন, আমাদের সন্তানদের স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিটি শিশুকে বছরে অবশ্যই দুইবার কৃমি নাশক ট্যাবলেট খাওয়াতে হবে। কৃমি শিশুর দেহে পুষ্টিহীনতা ও রক্তস্বল্পতা সৃষ্টি করে। তাই এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মুসরাত জাহান মুন্নী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহা. শাজাহান আলি, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সারওয়ার মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জমান, কক্সবাজারের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উচাপ্রু মার্মা, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া।