নঈম আল ইস্পাহান:
কক্সবাজার সরকারি কলেজ।
বিকেলবেলা গলির মোড়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে:
সিফাত- দোস্ত,জানিস শাহরুখ খানের “ফ্যান” আসছে….
মিশু: তাই নাকি ? দাম কত হাকিয়েছে ?
সিফাত-মানে ?
মিশু: আরে গাধা,তুই জানিস না তারকাদের বিভিন্ন ব্যবহৃত জিনিস নিলাম হয় ?
সিফাত-ও আচ্ছা।
মিশু: তো “ফ্যানের” দাম কত হাকিয়েছে নিলামে ?
সিফাত-আরে বলদ “ফ্যান” শাহরুখ খানের আপকামিং থ্রিলার মুভি। যেখানে শাহরুখ নিজেই হিরু এবং নিজেই তার “ফ্যানের” ভূমিকায় অভিনয় করেছে,বুঝলি ?
মিশু: কী বলিস ? শাহরুখ “ফ্যান” হয়ে গেছে ? কীভাবে ?
সিফাত-বলদ “ফ্যান” মানে হলো ভক্ত।পাখা না!
মিশু: ওহ সরি দোস্ত,ডিকশনারি দেখিনা অনেকদিন।তাই কনিফউশান হয়েছে।
মিশু-জানিস,আমি শাহরুখের অনেক বড় “ফ্যান”
সিফাত: তাই নাকি ?
আমি কিন্তু ভাই কোন হিরুর “ফ্যান” “ট্যান” না।আমি শুধু আমাদের গলির সব সুন্দরী, লাল টুকটুকে, উজ্জল ফর্সা, কিউট মেয়েদের অনেক বড় “ফ্যান”
আহা! কপালে যে কোন একটা জুটলেই আমার ভবিষ্যৎ সুপার ডুপার হিট!