সোয়েব সাঈদ:
চট্টগ্রাম ওমরগণি এম.ই.এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ধর্মীয়-সাহিত্য বিষয়ক মাসিক ম্যাগাজিন ‘আত-তাওহীদ’-এর সম্পাদক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সচ্চরিত্র, খোদাভীরু ও দুর্নীতিমুক্ত মনীষীদের সংসর্গ যে কোন ব্যক্তিকে আলোকিত মানবে পরিণত করে। সান্নিধ্য ও সম্পর্কের প্রভাব দূরপ্রসারী। চরিত্র সংশোধন, বদ অভ্যাস পরিবর্তন ও সৎগুণাবলি উজ্জীবনে যুগে যুগে আওলিয়া-দরবেশদের ভূমিকা রয়েছে অনন্য ও অসাধারণ।
ভারতীয় উপমহাদেশে লাখ লাখ মানুষ তাঁদের সংস্পর্শে হিদায়তপ্রাপ্ত হয়েছেন, ইতিহাস তাঁর জীবন্ত সাক্ষী।
১৫ মার্চ কক্সবাজার হাশেমিয়া আলিয়া কামিল মাদরাসার বার্ষিক মাহফিলে তিনি বিশেষ অতিথির ভাষণে বলেন, সাম্প্রতিক সময়ে সমাজে অসৎ, মাদকসেবী, গডফাদার ও সন্ত্রাসীদের দৌরাত্ম বৃদ্ধি পেতে চলেছে। এসব বিপদগামী তরূণদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য আলিম-উলামাদের সমন্বিত প্রয়াস চালানো প্রয়োজন।
তীর্যক ও কটাক্ষপূর্ণ কথার চাইতে দরদি অন্তরের নরম কথায় কাজ হয় বেশি।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহিবউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা আজিজুল হক, প্রভাষক মাওলানা এনামুল হক ও তিতুমির ইনিস্টিটিউটের পরিচালক মাস্টার শফিকুল হক।
সৈকত নগরীর বিভিন্ন স্তরের জনগণ মাহফিলে যোগ দেন।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।