শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়ায় সরকারি বনভুমির মাটি কাটার অভিযোগে পুলিশ ৩ টি গাড়ী জব্দ করেছে।
বুধবার দুপুরে রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা গ্রামে মোঃ ছৈয়দের বসত ভিটা থেকে সরকারি বনভুমির মাটি কেটে পাচার করার সময় গাড়ী গুলো জব্দ করা হয়েছে।
এভাবে ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি বনভুমির পাহাড় কেটে বিভিন্ন স্থাপনা নির্মান কাজে ও ইটভাটায় পাচার করছে। এক শ্রেণির বন বিভাগের কতিপয় কর্মকর্তাদের যোগসাজসে এসব পাহাড় কাটা হলেও বন বিভাগ নিরব ভুমিকা পালন করছে।
উখিয়া থানার উপ-পরিদর্শক মশিউর রহমান আমাদের রামুকে জানান, সরকারি বনভুমির পাহাড় কেটে পাচার করার সময় গয়ালমারা ছৈয়দের বসত ভিটা থেকে স্কেলেটার সহ ২টি মাটি কাটার ডাম্পার গাড়ী জব্দ করা হয়েছে।