রামু প্রতিনিধিঃ
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি গ্রামে সংঘদান ও অষ্টপরিষ্কারদান সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ সকাল ১০ টায় উক্ত দানসভা অনুষ্ঠিত হয়।
নিরঞ্জন বড়ুয়া তাঁর প্রয়াত মাতা-পিতার পারলোকিক সদগতি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করেন।
একুশে পদকে ভূষিত, উপ-সংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মালোচনা করেন ভারতের বোম্বে থেকে আগত ভদন্ত ধর্মরত্ন মহাথের, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণাশ্রী থের প্রমূখ।