নিজস্ব প্রতিবেদক, চকরিয়া।
কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার বিকেলে চকরিয়া পৌরসভার ভরামুহুরীর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামীলীগ।
আলমগীর চৌধুরী বলেন, ২০১৪ সালে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনেও বিভিন্ন অজুহাত তুলে সরে দাঁড়িয়েছিল বিএনপি। এবারও তাঁরা সেই পথ খুঁজছেন।
সোমবার সন্ধ্যায় বিএনপির নির্বাচনী পথসভায় হামলার সঙ্গে আওয়ামীলীগ বা আমার কোনো নেতা-কর্মী-সমর্থক জড়িত নন। ঘটনাটি তাঁদের নিজেদেরই সৃষ্টি। এর আগে তাঁর স্ত্রী লাঞ্চিত হয়েছেন বলেও অপপ্রচার চালিয়েছিলেন। অথচ এ রকম কোনো ঘটনাই ঘটেনি। তাঁরা নানা অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে যেতে চাচ্ছেন।’
এ ছাড়া সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহসভাপতি ওয়ালিদ মিল্টন, আমিনুর রশিদ, মোজাফ্ফর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির প্রমুখ।
জানতে চাইলে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী আমাদের রামুকে বলেন, ‘আওয়ামীলীগের প্রার্থী এ সব অগ্রহনযোগ্য বক্তব্য দিয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
বিএনপি হামলা-মামলায় ভয় পায় না। যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে বিএনপির প্রার্থী।’