রামু প্রতিনিধিঃ
রামু উপজেলার ফতেঁখারকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামে সংঘদান ও অষ্টপরিষ্কারদান সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ সকাল ১০ টায় উক্ত দানসভা অনুষ্ঠিত হয়।
প্রয়াত সোনাধন বড়ুয়ার পারলোকিক সদগতি কামনায় তাঁর পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করেন।
একুশে পদকে ভূষিত, উপ-সংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মালোচনা করেন ভারতের বোম্বে থেকে আগত অজন্তা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মরত্ন মহাথের, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণাশ্রী থের এবং রামু কেন্দ্রীয় সীমা বিহারের ভদন্ত সরণপ্রিয় ভিক্ষু প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।