হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তৈয়ব উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ শহীদুল্লাহর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিল্টন দত্ত, সুকুমার বড়ুয়া, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম, ইউপি সদস্য আয়েশা খানম চৌধুরী, রওশন আরা বেগম, নুরুচ্ছাপা বেগম,
গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, ইউপি সদস্য কামাল হোসেন, আবছার কামাল, মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, ক্যাজরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুল হক, জাইচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিন্দ্র শর্মা, গর্জনিয়ার সামাজিক উদ্যোক্তা শাহারীয়ার ওয়াহেদ, পরিবার পরিকল্পনা সহকারি উত্তম কুমার নাথ প্রমূখ।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সাড়ম্বরে উদযাপন উপলক্ষে নানা সিদ্ধান্ত গৃহিত হয়।