খালেদ শহীদ:
রামুতে আবহমান বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে বাঙ্গালীর মনে চির জাগরুক রাখার মানসে প্রতি বছরের ন্যায় এ বছরও উদযাপন করা হচ্ছে ২১তম চৈত্রমেলা ও নববর্ষ বরণ অনুষ্ঠান। ১৩ এপ্রিল বৃহস্পতিবার রামু কেন্দ্রীয় সীমা বিহার মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ‘চৈত্রমেলা ও নববর্ষ উদযাপন পরিষদ ১৪২৪ বাংলা।
দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হবে, লুডু গাছ আরোহন ও ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যায় শিশু শিল্পীদের অনুুষ্ঠান ‘আনন্দ উৎসব’, রাতে বাংলা সংস্কৃতি নিয়ে আলোচনা সভা ও ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা হাউজফুল’। রাত ১২টা ১ মিনিটে অনুষ্ঠিত হবে ‘আতশ বাজি’
উৎসবের মাধ্যমে ১৪২৪ বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান।
চৈত্রমেলা ও নববর্ষ উদযাপন পরিষদের সভাপতি অরুপ বড়–য়া কালু’র সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠান সঞ্চালনা করবেন, ২১তম চৈত্রমেলা ও নববর্ষ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহা. শাজাহান আলি, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নিকারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নী, বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, কক্সবাজার পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদ উল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, প্রবীণ শিক্ষক ও রাজনীতিবিদ ফরিদ আহমদ, রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি প্রবীর বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, ফতেখাঁকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক গিয়াস উদ্দীন কোম্পানী, সমাজসেবক নীলোৎপল বড়ুয়া নিলু, রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, শব্দায়ন আবৃত্তী একাডেমী রামু’র উপ-পরিচালক মানসী বড়ুয়া, রায়মোহন সংগীতালয় রামু’র অধ্যক্ষ সোনিয়া বড়ুয়া, বেতার শিল্পী মীনা মল্লিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন, ২১তম চৈত্রমেলা ও নববর্ষ উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু।
বৃস্পতিবার দুপুরে রামু কেন্দ্রীয় সীমা বিহার মাঠে অনুষ্ঠিতব্য ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করবেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করবেন, উপজেলা স্কাউট সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শিপন বড়ুয়া ও সাবেক ফুটবলার বিপুল বড়ুয়া আব্বু।
সাক্নিক বড়ুয়া অংশু’র সৌজন্যে লুডু গাছ আরোহন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাতে অনুষ্ঠিতব্য ম্যাগাজিন অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন, চট্টগ্রামের কৌতুক শিল্পী মেরা মিয়া, হ্যাপী, এ্যানি ও প্রিয়াংকা।
মধ্য রাতে অনুষ্ঠিতব্য শুভ নববর্ষ বরণ উৎসবে বিকাশ বড়ুয়ার সৌজন্যে আতশ বাজি ফুটানো হবে বলেও মেলা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা জানিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন, ছড়াকার ও সাংবাদিক দর্পণ বড়ুয়া। সভায় আরো বক্তব্য রাখবেন, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অলক বড়ুয়া, রামু উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন সানী, ডুলাহাজারা কলেজের অধ্যাপক পরীক্ষিৎ বড়ুয়া টুটুন, খিজারীয়ান ৮৬’র সভাপতি খালেদ শহীদ, ফতেখাঁরকুল ইউপি সদস্য লিটন বড়ুয়া লুতু প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন, শাক্যমিত্র বড়ুয়া, পুলক বড়ুয়া, পরবীন বড়ুয়া, রাজিব বড়ুয়া, লিটন বড়ুয়া, সংগীত বড়ুয়া ও প্রত্যয় বড়ুয়া।
দিনব্যাপী আয়োজনের সার্বিবক সহযোগীতায় থাকবেন, রিটু বড়ুয়া, ঝলক বড়ুয়া, জিটু বড়ুয়া, টিটু বড়ুয়া, চম্পক বড়ুয়া, লিমন বড়ুয়া, অনিক বড়ুয়া ও টিপু বড়ুয়া।
প্রয়াত সংগীত ব্যক্তিত্ব শিল্পী বিনয় বড়ুয়া, রায়মোহন বড়ুয়া, সমীর বড়ুয়া, কবি আশীষ কুমার, আবীর বড়ুয়া, হীরক বড়ুয়া নাংকু’র নামে অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে বলে জানান, মেলা উদযাপন পরিষদের প্রধান সমস্বয়কারী নবু আলম।