শওকত ইসলাম:
কক্সবাজারের রামু ফতেখাঁরকুল মধ্যম মেরংলোয়া এলাকায় প্রভাবশালী কর্তৃক চরমভাবে নির্যাতিত হয়ে আসছে এক দরিদ্র পরিবার। বর্তমানে প্রভাবশালীদের অব্যাহত হত্যা, গুম, জবর দখলসহ বিভিন্নভাবে হুমকীতে নিরাপত্তা হীনতায় ভুগছে উক্ত পরিবার। এই ব্যাপারে বিজ্ঞ আদালত ও রামু থানায় পৃথক মামলা ও অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার বিবরণে জানা যায় গত কয়েক বছর ধরে উপজেলার ফতেখাঁরকুল মধ্যম মেরংলোয়া দরিদ্র জাফর আলমের সঙ্গে স্থানীয় প্রভাবশালীদের জায়গা নিয়ে বিরোধ চলছে। বিরোধকে কেন্দ্র করে উক্ত প্রভাবশালী মহল প্রতিনয়ত জাফর আলমের পরিবারের উপর শারীরিক ও অমানুষিক নির্যাতন করে আসছে। তারই জের ধরে ২০১৬ ইং সালের ২৮ আগস্ট সীমানা প্রাচীর কে কেন্দ্র করে মোক্তার আহাম্মদ এর নির্দেশে মহিউদ্দিন খোকন, সাদ্দাম হোসেন, ছৈয়দ আহাম্মদ, রফিক আহাম্মদ, ভুট্টো, সোলাইমান, বোরহান উদ্দিন, মনোয়ারা বেগম, মনজুরা ও আয়েশা খাতুন অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে মধ্যম মেরংলোয়া এলাকার দরিদ্র গাড়ী চালক জাফর আলমের বাড়ীতে হামলা চালায়। এ সময় উল্লেখিত সন্ত্রাসীরা বাড়ীর দরজা ভেঙ্গে নগদ দেড় লক্ষ টাকার মালামাল ভাংচুর করে এবং একটি মোবাইল সেট, নগদ দশ হাজার টাকা, একটি সেলাই মেশিন লুট করে নিয়ে যায়।
এই সময় জাফর আলম ও তার স্ত্রী জুনুয়ারা বেগম বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। হামলায় তারা দুইজন গুরুতর আহত হন।
এই ব্যাপারে বিজ্ঞ আদালতে জুনুয়ারা বাদী হয়ে ১১ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন। এতে আদালতে মামলা দায়ের করলে প্রভাবশালী আসামীরা আরো বেপরোয়া হয়ে গত ২৮মার্চ বসত বাড়ী দখলের উদ্দেশ্যে একইভাবে জাফর আলমের বাড়ীতে মোক্তার আহাম্মদ, ছৈয়দ আহাম্মদ, রফিক আহাম্মদ, মোঃ ভুট্টো ও খোকন আবারো লাঠিসোটা ও অস্ত্র সস্ত্র নিয়ে বসত ঘর ও টিনের ঘেরা ভাংচুর করে।
এ সময় জাফর আলমের মেয়ে রিমা সুলতানা, পুত্রবধু শারমিন আক্তার বাধা দিলে তাদের উপর হামলা চালায়। এতে তারা দুইজন গুরুতর আহত হয়।
এই সময় উল্লেখিত সন্ত্রাসীরা ৩০ হাজার টাকার মালামাল ভাংচুর করেন। এই ঘটনায় রামু থানায় জুনুয়ারা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করে।
অসহায় গাড়ী চালাক জাফর আলম ও তার স্ত্রী জুনুয়ারা বেগম জানান তার বসত ভিটা জবর দখলের কূ-উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নানাভাবে শারীরিক, মানষিক নির্যাতনসহ তাদের উপর একের পর এক নির্মাম ভাবে হামলা চালিয়ে আসছে। প্রভাবশালী মোক্তার আহাম্মদ ও তার সহযোগিরা। মোক্তার আহাম্মদের প্রত্যক্ষ পরোক্ষ ভাবে মদদে প্রতিনিয়ত তাদের উপর হামলা চালানো হচ্ছে। বর্তমানে তারা চরম নিরাপত্তা হীনতায় রয়েছেন।
উল্লেখিত ব্যক্তিরা বিজ্ঞ আদালতে মামলা, রামু থানায় অভিযোগ কিছুই মানছে না। তাদের উপর হামলা, নির্যাতন, হুমকী ধমকী প্রদান এখন নিত্য নৈমিত্তিক কারণ হয়ে দাড়িয়েছে। আদালতে মামলা করার পর বিবাদীরা বিভিন্ন সময় বসতভিটা দখলের পায়তারা করছে। ধারাবাহিক এসব সন্ত্রাসীদের হামলা থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান উক্ত অসহায় পরিবার।