হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
কক্সবাজার জেলার একমাত্র বিদ্যুৎ বিহীন ইউনিয়ন গর্জনিয়া। এ ইউনিয়নের সাধারণ ও গরিব লোকজন জীবনে একবারও বিদেশী বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পায়নি। কিন্তু ২১ মার্চ স্বাধীনতার ৪৪ বছর তাদের এ স্বপ্ন পূরণ হয়েছে। সোমবার গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপি ফ্রি মেডিকেল, প্রসূতি ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের কৃতী পুরুষ, কক্সবাজার মা ও শিশু হাসপাতালের অন্যতম পরিচালক আমেরিকা প্রবাসি মোঃ সাইফুল্লাহ চৌধুরী লেবুর উদ্যোগে এ চিকিৎসা শিবিরের আয়োজন করেন হোপ ফাউন্ডেশন।
এতদঅঞ্চলের প্রায় দেড় হাজার মানুষ এ ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। অসহায় ও গরিব লোকজন ফ্রি সেবা পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন।