হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
রামুর গর্জনিয়া-উখিয়ারঘোনা সড়কের মুচতলি উঠনি নামক এলাকায় কাঠ বোঝাই পিকআপ ভ্যান খাদে পড়ে এক হেলফার নিহত ও অপর তিন জন গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার ২১ মার্চ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত গাড়িটি ঘটনাস্থলে পড়ে রয়েছে।
নিহত হেলফার ফতেখারকুল ইউনিয়নের উত্তর হাইটুপি গ্রামের মৃত মোহাম্মদ কাচিমের ছেলে নুরুল হক (৫০)।
স্থানীয় সূত্র জানায়, আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এদের মধ্যে লট উখিয়ারঘোনার বাসিন্দা সত্যপ্রিয় বড়ুয়ার ছেলে শুভধন বড়ুয়া ও জনৈক আরেক হেলফারের অবস্থা আশঙ্কাজনক।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ কায়েস আমাদের রামুকে জানিয়েছেন, গর্জনিয়া থেকে কাঠ বোঝাই গাড়িটি উখিয়ারঘোনা হয়ে রামু যাচ্ছিল। পথিমধ্যে সড়কের মুচতলি উঠনি পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক রয়েছেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।