এম.এ মান্নান,কুতুবদিয়া।
কুতুবদিয়ার ৬ ইউপি‘র নির্বাচনে নৌকা প্রতীকে ২, ধানের শীষ ৩ এবং স্বতন্ত্র (জামায়াত) ১ জন চেয়ারম্যান প্রাথী বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ২২ মার্চ ৬ ইউপি‘র নির্বাচনে রাত ১২ টার পর বেসরকারি ফলাফল ঘোষনা করা ।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বড়ঘোপ ইউনিয়নে আওয়ামীলীগের এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে ৮ হাজার ৬০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আলহাজ শাকের উল্লাহ (মোটর সাইকেল) ২ হাজার ২৮৯ ভোট।
আলী আকবর ডেইল ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা নুরুচছাফা (নৌকা) ৫ হাজার ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি‘র ফিরোজ খান চৌধুরী(ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৮৭০ ভোট।
কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপি‘র জালাল আহমদ (ধানের শীষ), প্রতীকে ১ হাজার ৯৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দক্ষিণ ধূরুং ইউনিয়নে বিএনপির ছৈয়দ আহমদ চৌধুরী (ধানের শীষ) প্রতীকে ৩ হাজার ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আল আজাদ(আনারস) পেয়েছেন ৩ হাজার ১১২ ভোট।
লেমশীখালী ইউনিয়নে বিএনপি‘র আক্তার হোছাইন ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আ‘লীগের ছৈয়দ আহমদ কুতুবী নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৭৪ ভোট।
উত্তর ধুরুং ইউনিয়নে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী আ.স.ম শাহরিয়ার চৌধুরী (মোটর সাইকেল) প্রতীকে ৪ হাজার ৫২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আ‘লীগের নৌকা প্রতীকে মো.ইয়াহিয়া খান কুতুবী পেয়েছেন ২ হাজার ৮৩৫ ভোট।