হাফিজুল ইসলাম চৌধুরী,
স্টাফ রিপোর্টার আমাদের রামু ডটকম :
কক্সবাজারের টেকনাফে ব্যালেট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ প্রার্থী ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষে সরকার দলের বিদ্রোহী প্রার্থী নুরুল হোসেনের ভাই মোহম্মদ গফুর (৩০) নিহত হয়েছেন।
২২ মার্চ রাত সাড়ে ১০টার দিকে মুন্ডার পাড়া বড় মাদ্রাসা কেন্দ্রের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনী ব্যালেট বাক্স নিয়ে উপজেলা মিলনায়তনে আসার চেষ্টা করলে আ’লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা বাধা দেয়। এসময় আ’লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ওপর হামলা করে। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে।
পরবর্তীতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা এগিয়ে এলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয় । এসময় গুলিবিদ্ধ হন গফুর। পরবর্তীতে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ সংঘর্ষে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে এর আগে রাত ৮টার দিকে ভোট গণনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে একই উপজেলার শাহপরীরদ্বীপ মাঝরপাড়ার দুদু মিয়ার ছেলে মোহাম্মদ শফিক গুলিবিদ্ধ হয়ে মারা যান।