অনুপম বড়ুয়া টিপু, প্যারিস থেকে:
জনকন্ঠ পত্রিকায় গত ২৪ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে সকল বৌদ্ধ ভিক্ষু এবং বিহার নিয়ে মিথ্যাচার, সর্বজীবের হিতকামী তথাগত গৌতম বুদ্ধকে সন্ত্রাসী” আখ্যায়িত করে ধমীয় অনুভূতিতে চরম আঘাত করার প্রতিবাদে আগামী ১০ মে বুধবার বিকেল ৩ টায় ফ্রান্সের প্যারিসের বাংলাদেশ দূতাবাসের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী বৌদ্ধ সমাজ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে ধর্মের চরম
অবমাননাকর এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবেন। একই সাথে ফিরোজ মান্না’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী বরাবরে দূতাবাসের মাধ্যমে স্মারকলিপি পেশ করবেন বলে জানা গেছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফ্রান্সে অবস্থানরত সকল বুদ্ধ প্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।