নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
কুতুবদিয়ায় সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জাপা‘র দলীয় এক প্রার্থীর লাঙ্গল প্রতীকে ১২টি ভোট পড়েছে। বেসরকারি ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নে “মান বাচাঁনো” জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অবসর প্রাপ্ত প্রাথমিক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রথমে নৌকা প্রতীক চেয়ে বিফল হন। পরে লাঙ্গল গ্রহণ করে ধানের শীষ,নৌকা ও স্বতন্ত্র আনারসের সাথে ভোট যুদ্ধে নামেন।
গত ২২ মার্চ নির্বাচনে ৯ ওয়ার্ডে তিনি ভোট পান ১২ টি। এ ইউনিয়নে বিএনপি‘র ছৈয়দ আহমদ চৌধুরী ধানের শীষে ৩ হাজার ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
জাপা‘র অপর প্রার্থী আলী আকবর ডেইল ইউনিয়নে মো.শহীদ উল্লাহ লাঙ্গল প্রতীকে ভোট পান ৬৭টি। এতেই বুঝা যাচ্ছে জাপা‘র অবস্থান উপজেলায় কতটা দূর্বল।