প্রেস বিজ্ঞপ্তি:
সমুদ্র জনপদ কক্সবাজারের জেল গেইটস্থ সাগর পাড়ের পাহাড় চুড়ায় নবনির্মিতব্য প্রজ্ঞালোক বৌদ্ধ বিহারে মহামতি গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।
শুভ বুদ্ধ পূর্ণিমার এ আয়োজনে বুদ্ধপুজা, অগ্রশ্রাবক-মহাশ্রাবকসহ সীবলী পুজা, হাজার প্রদীপ পুজা, থাইল্যান্ড থেকে আনিত বুদ্ধমুর্তির জীবনন্যাস, প্রবজ্যা দান, উপোসথশীল গ্রহন, সম্মাননা প্রদান, অষ্টপরিস্কারসহ মহাসংঘদান অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ মে) সকাল থেকে অনুষ্ঠিত মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম লোহাগাড়া খুসঙ্গেরপাড়া মহাবোধি কমপ্লেক্স ও অনাথালয়ের প্রতিষ্ঠাতা ভদন্ত জিনানন্দ মহাথের। এতে প্রধান ধর্মদেশক ছিলেন উখিয়া শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মৈত্রীসাধক শাসনপ্রিয় থের।
অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন, রামু প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষন ও সাধনা পরিবেনের প্রতিষ্ঠাতা পরিচালক, রামু বিবেকারাম বৌদ্ধ বিহার, প্রিয়সেন প্রভাতি শিক্ষা নিকেতন, রামু তপোবন বৌদ্ধ বিহার, নাইক্ষ্যংছড়ি প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র, কক্সবাজার অগ্রমহাপন্ডিত প্রজ্ঞালোক বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের আজীবন অধ্যক্ষ ও চকরিয়া বিজয়ানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলমিত্র থের।
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রজ্ঞালোক বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাপাল ভিক্ষু।
মহতী পুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও প্রাচ্য ভাষা বিভাগের চেয়ারম্যান ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া দীপু, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, টিটু বড়ুয়া।
প্রয়াত অগ্রমহাপন্ডিত প্রজ্ঞালোক মহাথের ও প্রয়াত সংঘমনিষা প্রজ্ঞামিত্র মহাথের’র নির্বাণ সুখ কামনায় দিন ব্যাপী অনুষ্ঠানে অনেক বৌদ্ধ উপাসক উপাসিকা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করে সম্মাননা জানান বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।