হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম ফাক্রিকাটা গ্রাম থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে গিয়াস উদ্দিন (৩২) নামে ওই আসামি নিজ গ্রামে পুলিশী জালে আটকা পড়ে। তাঁর বাবার নাম আবুল কালাম।
অভিযানে নেতৃত্ব দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব। তিনি বলেন, ‘গোপন সংবাদে দুই বছরের সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করে রোববার (১৪মে) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।’