সোয়েব সাঈদ:
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, উন্নয়নশীল, সুখি, সমৃদ্ধ দেশ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এজন্য মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
সৎসঙ্গঁ বাংলাদেশ রামু উপজেলা শাখার উদ্যোগে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্র, জগৎ জননী বড় মা ঠাকুর, পরম পূজ্যপাদ শ্রীশ্রী বড় দা, বর্তমান আচার্য্যদেব শ্রীশ্রী দাদার আসন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কমল এ কথা বলেন।
শুক্রবার (১২ মে) সকাল ১০ টায় সৎসঙ্গঁ বাংলাদেশ রামু উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৎসঙ্গঁ বাংলাদেশ রামু উপজেলা শাখার সভাপতি রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক।
সৎসঙ্গঁ বাংলাদেশ রামু উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক পলাশ আচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কক্সবাজারের সাবেক শিক্ষা কর্মকর্তা নেপাল কান্তি দত্ত (এসপিআর)।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম সৎসঙ্গঁ বিহারের সভাপতি জনার্ধন ভট্টাচার্য (এসপিআর), সিনিয়র শিক্ষক মৃদুল কান্তি ধর (এসপিআর) ও মিলন কান্তি দত্ত (এসপিআর), সৎসঙ্গঁ বাংলাদেশ রামু উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাস্টার অজিত রুদ্র, সাধারণ সম্পাদক রনজিত শীল, সহ সভাপতি ও রামু লেখক সোসাইটির সাধারণ সম্পাদক রনজিত কুমার দে, সিনিয়র সহ সভাপতি সুকুমার ধর ও সুভাষ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সার্জন রুপন কান্তি দে প্রমূখ।
সাংসদ কমল তাকে আসন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ দেয়ায় সৎসঙ্গঁ বাংলাদেশ রামু উপজেলা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সংগঠনের উন্নয়ন সার্বিক সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠানে শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।