সোয়েব সাঈদ:
প্রাচীন বাণিজ্যিক এলাকা রামু ফকিরা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ পরিচালনা পরিষদের নির্বাচনে বিশিষ্ট তরুন ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলম সিকদার সভাপতি, হারুন অর রশিদ সুমন সাধারণ সম্পাদক ও মো. রোস্তম সহ সভাপতি নির্বাচিত হয়েছে।
আজ সোমবার (১৫ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রামু ফকিরা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ কার্যালয়ে উৎসব মুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. সলিম উল্লাহ জানিয়েছেন, নির্বাচনে মোট ৩৬৫ জন ভোটারের মধ্যে ২৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নজরদারি ছাড়াও ভোট কেন্দ্রে সকাল থেকে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। সকাল দশটায় ভোট কেন্দ্রে যান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মোহাম্মদ নুরুল আলম সিকদার (হারিকেন) পান ১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি জসিম উদ্দিন (চেয়ার) ৫৮ ভোট, কামাল উদ্দিন (ছাতা) ৫২ ভোট এবং আমানুল হক আমান (খেজুর গাছ) ৩৬ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হারুন অর রশিদ সুমন (চাকা) পান সর্বোচ্চ ২০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মিজানুর রহমান বাদল (আনারস) পান ৯৭ ভোট।
এছাড়া সহ সভাপতি পদে বিজয়ী মো. রুস্তম (মোবাইল) পান ১৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোহাম্মদ ইউসুফ (মাছ) ১০১ ভোট এবং নবাব মিয়া (কলসি) ৫৩ ভোট পান।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ি জসিম উদ্দিন এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক আজিজুল হক মঞ্জু জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মোহাম্মদ নুরুল আলম সিকদ রামু ফকিরা বাজারের মেসার্স আলম ট্রেডার্স (বিসিআইসি সার ডিলার) এবং মেসার্স আল আমিন অটো রাইচ মিল এর স্বত্ত্বাধিকারি।
এছাড়াও তিনি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন কক্সবাজার জেলা ইউনিটের বর্তমান সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা বিএডিসি বীজ ডিলার সমিতির সাধারণ সম্পাদক, রামু উপজেলার সাড়াজাগানো সামাজিক সংগঠন মৈত্রী’০২ এর প্রতিষ্ঠাতা সভাপতি, রামুর ঐতিহ্যবাহি শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দি লার্ণার্স হোমের বর্তমান সভাপতি, ব্যবসায়িক সংগঠন মৈত্রী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, রামু-উখিয়ার অন্যতম প্রাচীন বংশ আবদুল আলী সিকদার এর ১১ তম প্রজন্ম এবং ফতেহ আলী মাতব্বর বংশ সংঘের যুগ্ন আহবায়ক।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী তরুন ব্যবসায়ি হারুন অর রশিদ সুমন রামুর মন্ডলপাড়ার বিশিষ্ট ব্যবসায়ি মরহুম হাজ্বী সুলতান আহমদের তৃতীয় ছেলে। সহ সভাপতি বিজয়ী মো. রুস্তম তরুন ব্যবসায়ি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয় রয়েছেন।
এদিকে নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল আলম সিকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সুমন ও সহ সভাপতি মো. রুস্তম নির্বাচন উৎসবমুখর, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় রামু উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. সলিম উল্লাহ, রামু থানা, সাংবাদিকবৃন্দ, অংশগ্রহনকারি অন্যান্য প্রার্থী, সকল ভোটার, বাজারের ব্যবসায়ি, আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, ১২ সদস্যের এ কমিটির ৯টি সদস্য পদে সকলেই ইতিপূর্বে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
এরা হলেন, আবদুল করিম, মো. নুর উল্লাহ, মোস্তাক আহমদ, সিরাজুল ইসলাম মিয়া, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, জিয়া উদ্দিন জিয়া, আজিজুল হক ও নুরুল কবির।