নিজস্ব প্রতিবেদক :
চাঁদাবাজি মামলায় জামিন পেয়েছেন রামুর গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকলীগ আহবায়ক শাহরান চৌধুরী মারুফ।
গত রোববার সকাল ১১টায় রামু কোর্টে ম্যাজিস্ট্রেট শুশান্ত চাকমার আদালতে জামিনের আবেদন করে আত্মসমর্পন করেন মারুফ। বিজ্ঞ আদালত নানা বিষয়ে বিচার বিশ্লেষণ করে অবশেষে তাকে জামিন দেন।
মারুফের পক্ষে আইনজীবি ছিলেন সিনিয়র এড.আবদুল মান্নান ও মোশাররফ হোসাইন শিমুল। এসময় বাদি পক্ষের কোন আইনজীবি আদালতে উপস্থিত ছিলেন না।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল কৃষি সেচ প্রকল্পের ম্যানেজার ফরিদ আহমদের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তুলে শতাধিক জমিদার ও কৃষক গণস্বাক্ষর দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দেন।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযোগকারিদের অন্যতম ইউনিয়ন শ্রমিকলীগ আহবায়ক, সৈকত পলিটেকনিক ইনষ্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরান চৌধুরী মারুফ, সমাজসেবক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ইউসুফ সিকদার’সহ আরও কয়েকজনকে আসামি করে ফরিদ আহমদ রামু থানা এবং আদালতে পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন।