হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামে মো.জাকারিয়া (৫৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শুক্রবার (২৬মে) সকালে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি, তদন্ত) কাজি আরিফ উদ্দিন আমাদের রামু ডটকমকে বলেন, স্ত্রীর সঙ্গে অভিমান করে জাকারিয়া বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনাস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।