খালেদ হোসেন টাপু:
কক্সবাজারের রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধরকে বিদায় ও নবাগত ওসি এ কে এম লিয়াকত আলীকে বরণ অনুষ্টান শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৭ টায় থানা প্রাঙ্গনে দুই পর্বের অনুষ্ঠান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) গোলাম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা সম্পাদক নারী নেত্রী মুসরাত জাহান মুন্নি, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, রশিদ নগর চেয়ারম্যান এমডি শাহ আলম, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, সীমা বিহার পরিচালনা কমিটি ও উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক।
ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক খালেদ হোসেন টাপু, জেলা মৎস্যজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, জেলাজাগো নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শিউলী শর্মা, তাতীঁলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, কাজী আবু বক্কর ছিদ্দিক, ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া, আওয়ামীলীগ নেতা মীর মোশারফ হোছাইন সিকদার, রুবেল ও জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থভূমি রামু উপজেলায় গত ১ বছর ৪ মাস ধরে রামু থানায় আইন-শৃংখলা রক্ষার কাজে নিষ্ঠা আর সততার সাথে পেশাগত দায়িত্ব পালন করে সমাজের সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করেন ওসি প্রভাষ চন্দ্র ধর। তিনি রামুর বিভিন্ন ধর্মীয় গুরু ও নেতা থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়ে ছিলেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে এলাকার চুরি ডাকাতি, ছিনতাই, অপহরণ নিয়ন্ত্রণ করেছেন। ইতিমধ্যে কর্মদক্ষতায় পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। বক্তারা বিদায়ী ওসি প্রভাসের মত করে নবাগত ওসি এ কে এম লিয়াকত আলীকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান ।
রামু থানার নবাগত ওসি এ কে এম লিয়াকত আলী বলেন, রামুর সম্প্রীতি বজায় রেখে এবং পুরো থানা দালাল মুক্ত করে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করেন। তিনি আরও বলেন, বিশেষ করে মাদক ও অপরাধ কর্মকান্ড কঠোর হাতে দমন করা হবে। এব্যাপারে কারো সাথে আপোষ করা হবেনা।
তিনি রামু থানাকে মদ, গাঁজা, ইয়াবাসহ সকল প্রকার মাদকমুক্ত করার অঙ্গীকার করে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, তিনি রামুতে যোগদানের পর থেকে পুরো উপজেলায় আইনশৃংখলা রক্ষায় আন্তরিকতা দিয়ে চেষ্টা চালিয়েছেন। তিনি আইনশৃংখলা রক্ষায় রামুর ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধি ও বিভিন্নস্থরের লোকজনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিদায়ী ওসি প্রভাষ চন্দ্র ও নবাগত ওসি এ কে এম লিয়াকত আলীকে ফুলেল শুভেচ্ছা এবং রামু থানার অফিসার ও পুলিশ বৃন্দ উক্ত দুই ওসিকে ক্রেষ্ট দিয়ে বিদায় ও বরণ করেন।