ইমরান হোসাইন, পেকুয়া:
ঘূর্ণিঝড় মোরা আক্রমণে ট্রলার ডুবিতে পেকুয়ার এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলের নাম মো. ইসমাঈল (৬৫)। তিনি রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকার মৃত সেকান্দর আলীর পুত্র।
নিখোঁজ জেলে ইসমাঈলের স্ত্রী মর্তুজা বেগম বলেন, আমার স্বামী ঘূর্ণিঝড় মোরা’র আগের দিন (সোমবার) মাছ ধরতে সাগরে যায়। এর পরদিন (মঙ্গলবার) সাগর উত্তাল হয়ে পড়ায় ট্রলারের অপর ২৫ জন মাঝিমাল্লাসহ পেকুয়া উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে তারা পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সাগর মোহনায় পৌছালে তারা ঘূর্ণিঝড় আক্রান্ত হয়। এসময় আত্মরক্ষার্থে এফবি আল্লাহ্র দান নামের ট্রলারটি নিকটবর্তী কূলে (মাতারবাড়ী চরে) নিয়ে যায় মাঝিমাল্লারা। কিন্তু ট্রলারে অপর মাঝিমাল্লারা ঘরে ফিরে আসলেও আমার স্বামী নিখোঁজ রয়েছে।
এদিকে এ ঘটনায় ট্রলার মালিক নুরুল আবছার বাদী হয়ে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি (নং-১০৭২) লিপিবদ্ধ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, নিখোঁজ জেলের সন্ধানে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে পুলিশ।
এদিকে ঘূর্ণিঝড় মোরা’র আক্রমণে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরী পাড়া এলাকার জুবাইরের মালিকানাধীন এফবি আশফাক ও একই এলাকার আনসারুল ইসলাম টিপুর মালিকানাধীন এফবি ওয়াহেদ নামের মাছ ধরার দুটি ট্রলার সাগরে বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।