এম.এ আজিজ রাসেল:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মোরায় ক্ষতিগ্রস্থদের সব ধরণের সহযোগিতা করা হবে। দূর্গত এলাকার একটি মানুষও না খেয়ে থাকবেনা। ‘ঘূর্ণিঝড়ে অনেক মানুষ গৃহহারা হয়ে গেছে, অনেক ঘর ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে আমরা তালিকা বানাচ্ছি, প্রত্যেকে যাতে ঘরবাড়ি বাড়াতে পারে তার ব্যবস্থা আমরা করে দেবে সরকার। ইতোমধ্যে খাদ্য এবং তাদের হাতে নগদ টাকা পৌঁছে দেয়া হয়েছে। সরেজমিনে তাদের আরো সহায়তা দেয়া হবে। ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত করে দেয়া হবে।
তিনি আরো বলেন, যে পরিমাণ ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, ঝড়টা সরে যাওয়াতে আর ওই সময় যেহেতু সাগরে ভাটা ছিল, সেজন্য ক্ষতি অতটা হয়নি। তবে প্রচুর ঘরবাড়ি ভেঙে গেছে, গাছপালা নষ্ট হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছে।’
বৃহষ্পতিবার বিকেলে হোটেল কক্স-টুডে’র বল রুমে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় ত্রাণ কমিটির সাথে সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ সংশ্লিষ্টদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ওবায়দুল কাদের আরো বলেন, সাধারণ মানুষের কল্যাণ চিন্তা করেই আওয়মী লীগ বাজেট দেয়। আওয়ামীলীগ সরকার নির্বাচনের জন্য বাজেট দেয়না, বাজেট দেয় আগামীর প্রজন্মের জন্য। এবারের বাজেটকে জনকল্যান বান্ধব বাজেট বলে উল্লেখ করে তিনি বলেন, এই বাজেট আগামী প্রজন্ম বিনির্মাণের বাজেট।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক একেএম এনামুল হক শামিম, প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক স¤পাদক অসিম কুমার উকিল, ঢাকসুর সাবেক ভিপি আকতারুজ্জামান, ত্রাণ ও সমাজ কল্যান স¤পাদক সুবির রায় নন্দী, আনোয়ার হোসেন, সেলিম রব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারণ স¤পাদক জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান, আব্দুর রহমান বদি এমপি, আশেক উল্লাহ রফিক এমপিসহ দলীয় নেতৃবৃন্দ।