রামু প্রতিনিধি:
শতবর্ষ প্রাচীন রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘খিজারীয়ান ৮৬’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধের শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে ‘খিজারীয়ান ৮৬’র নেতৃবৃন্দরা রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্প শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে শহীদ মিনারে পুষ্প শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন, খিজারীয়ান ৮৬’র সভাপতি সাংবাদিক খালেদ শহীদ, সাধারণ সম্পাদক শিক্ষক স্বপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রূপন শর্মা, সদস্য কিশোর কুমার বৈদ্য ময়না, প্রবাল বড়ুয়া নিশান ও পলক বড়ুয়া আপ্পু প্রমুখ।
খিজারীয়ান ৮৬’র নেতৃবৃন্দরা ২৬ মার্চ শনিবার রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
খিজারীয়ান ৮৬’র সদস্য কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। খিজারীয়ান ৮৬ সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল স্বাধীনতা দিবসের কুচকাউয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে খিজারীয়ান ৮৬’র সদস্য রামু উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন ও খিজারীয়ান ৮৬’র সভাপতি সাংবাদিক খালেদ শহীদ উপস্থিত ছিলেন।