হাফিজুল ইসলাম চৌধুরী:
রাক্ষসী বাঁকখালী নদীর পানি বেড়ে যাওয়ায় পুননির্মিত রামুর গর্জনিয়া সেতুর দক্ষিণপাশের এপ্রোচ সড়ক বিলীন হতে শুরু করেছে। পরিকল্পনা মাফিক নদীর তলদেশ খনন না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বলছেন স্থানীয়রা।
সোমবার (১২জুন) বিকেলে ওই ভাঙন আরম্ভ হয়। এতে করে নতুনভাবে জনমনে আতঙ্ক তৈরী হয়েছে। সর্বশেষ ২০১৫ সালের জুনে
স্রোতের ধাক্কায় সেতুর দক্ষিণপাশের ৪০০ ফিট দীর্ঘ সংযোগ সড়ক বিলীন হয়ে যায়।
দীর্ঘ দেড় বছর লাখো মানুষের দুর্ভোগের পর চলতি বছরের প্রথম দিকে এপ্রোচ সড়ক নির্মাণ করা হয়।
বর্তমানে নির্মিত এপ্রোচ সড়কটি বিলীন হলে গর্জনিয়া ইউনিয়নের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে মহাদুর্ভোগ সৃষ্টি হবে।