প্রেস বিজ্ঞপ্তি:
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঁকখালী কোচিং সেন্টার এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।
শনিবার ২৬ মার্চ বিকাল তিনটায় দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক কক্সবাজার এর স্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ।
প্রধান অতিথি বলেন, দক্ষিণ মিঠাছড়ি একটি ঐতিহাসিক ও জনগুরুত্বপূর্ণ জনপদ। এখানকার ইতিহাস, ঐতিহ্য ধরে রাখা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে শিক্ষিত জনগোষ্ঠির বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বাঁকখালী কোচিং সেন্টার শিক্ষার প্রসার সহ ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অনন্য অবদান রেখে চলেছে। এ ধারাহিকতা ধরে রাখতে হবে।
প্রধান অতিথি আরো বলেন, ইয়াবা সহ মাদকের বিস্তার ও বাল্য বিয়ে রোধ এবং সমাজের কল্যাণকর কাজে এলাকার সুশীল সমাজ, সচেতন ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
বাঁকখালী কোচিং সেন্টারের পরিচালক সাঈদ হোসাইন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা ক্রীড়া সংঘের সহ সভাপতি মাষ্টার আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্সবাজার জেলার শ্রেষ্ঠ কাব স্কাউটস শিক্ষক জামাল হোছাইন চৌধুরী, সোনার বাংলা ক্রীড়া সংঘের সভাপতি রায়হান মাহবুব নাসিম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক আবদুল করিম ভুট্টো, দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোস্তফা, ভাই ভাই ক্রীড়া সংঘের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক ফরিদুল আলম, সোনার বাংলা ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ, আইনজীবী সহকারী মুফিজুর রহমান, চাইল্যাতলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিদুয়ানুল হক প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে বাঁকখালী কোচিং সেন্টারের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির সুফল এবং কুফল বিষয়ক বিতর্ক এবং দেশাত্ববোধক গানের প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ১৪ টি ইভেন্টে বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বাঁকখালী কোচিং সেন্টারের পরিচালক সাঈদ হোসাইন আকাশ বলেন, এলাকার শিক্ষা বিস্তারে ২০১৩ সালে প্রতিষ্ঠিত এ কোচিং সেন্টার সফলতার সাথে এগিয়ে চলছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে পুরো এলাকাবাসীর মুখ উজ্জ্বল করছে।